আজ ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় আটোচলক নিহত


শেফাইল উদ্দিন, ঈদগাঁও-কক্সবাজার:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সড়ক দূর্ঘটনায় ছৈয়দ আলম নামের এক অটো চালক নিহত হয়েছে । রবিবার (৬ অক্টোবর) রাত ৯ টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের মহাসড়কে খোদাইবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত চালক পাশ্ববর্তী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী বাঁশবাহী একটি জীপ গাড়ি সড়কের বর্নিত স্থানে আগে থেকে অবস্থান করছিল। হঠাৎ পেছন থেকে আসা দ্রুতগামী অটোরিকসা নিয়ন্ত্রণ হারিয়ে জীপের পেছনে ধাক্কা দিলে জীপে থাকা বাঁশ অটোচালকের শরীরের এপাশ থেকে প্রবেশ করে ওপাশ দিয়ে বের হয়ে যায়।এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় অটো-চালক।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান দূর্ঘটনা ও মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন,হাইওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর