আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: জাতীয় শোক দিবস উপলক্ষে এ্যাড ভিশন এর বৃক্ষ রোপন কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান

শোকাবহ আগস্টে চট্টগ্রামে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান


চাটগাঁর সংবাদ ডেস্কঃ শোকাবহ আগস্টে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে পরিবেশ উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংস্থা এ্যাড ভিশন বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১১টায় নগরীর ২নং গেট সংলগ্ন সাউথ-ইস্ট
ব্যাংকের সামনে সড়কের মিড আইল্যান্ডে গাছ রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা ও ফেনী-৩ আসন থেকে
আওয়ামী লীগ মনোনয়নপ্রত্যাশী আলহাজ মো. আমজাদ হোসেন হাজারী। সংগঠনটির প্রচার সম্পাদক নুরজাহান আকতার নুরার পাঠানো সংবাদ বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য শেখ নওশেদ সরোয়ার পিল্টুর সভাপতিত্বে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুব মহিলালীগের যুগ্ম আহ্বায়ক জাহানারা সাবের, সংগঠনের মহানগর শাখার সভাপতি আলহাজ্ব সাজেদুল আলম চৌধুরী মিল্টন, সাউথ-ইস্ট ব্যাংক সিডিএ এভিনিউ শাখার ব্যবস্থাপক আজিজ-উল গণি চৌধুরী, ম্যানেজার-অপারেশন মো. আবুল মনসুর, দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র রিপোর্টার স ম জিয়াউর রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিবেশ সংগঠক মাসুদ রানা, সহসভাপতি কামরুল ইসলাম, সংগঠনের সহসভাপতি মোহাম্মদ ইউসুফ, নারীনেত্রী আয়েশা সিদ্দিকা, শিউলি আকতার, স্বে”ছাসেবক লীগ নেতা রুবেল দে, আবদুল মান্নান, মোহাম্মদ রফিক, নৃত্য সংগঠক ও শিল্পী মোহাম্মদ হোসেন মধু, মোহাম্মদ শিহাব, বিদ্যুৎ দাশ প্রমুখ।

এ্যাড ভিশন থেকে জানানো হয়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী নগরীর ৪১ ওয়ার্ডে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় বক্তারা বলেন, ‘নগরীর যানজটের অস্বস্তিকর পরিবেশ থেকে পরিত্রাণের জন্য পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে বৃক্ষরোপণের বিকল্প নেই। ক্রমশ বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের ফলে এবং নাগরিক কোলাহল বৃদ্ধির দরুন চরম সংকটের মুখে বন্দরনগরী। পরিচ্ছন্ন সুন্দর ও নান্দনিক নগরী গড়তে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম বেগবান করতে হবে।’

বক্তারা আরো বলেন, ‘নগরীর এক ইঞ্চি জায়গাও আর খালি রাখা যাবে না, যেখানে খালি জায়গা থাকবে সেখানে বৃক্ষরোপণ করে পরিবেশসম্মত সবুজায়ন করতে হবে।
প্রকৃতিনির্ভর সবুজাভ পরিবেশ ফিরিয়ে আনতে নগরীতে এ্যাড ভিশন বাংলাদেশ
নগরজুড়ে বিস্তৃত কাজ করছে। এ্যাড ভিশন বাংলাদেশের নান্দনিক নাগরিক কার্যক্রম নান্দনিক ও সবুজ চট্টগ্রাম গড়তে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসময়
অতিথিবৃন্দ সড়কের মিড আইল্যান্ডে শতাধিক খেজুর চারা, রাধাচূড়া ও বটবৃক্ষের
চারা রোপণ করেন।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর