অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ তবে সুখবরও রয়েছে। আজ মঙ্গলবার (৩০ মে) থেকে বিভাগের কোনো কোনো স্থানে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বিরাজমান তাপপ্রবাহ কিছু কিছু স্থানে প্রশমিত হতে পারে।
পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আজ সিলেট বিভাগেও বৃষ্টি হতে পারে। যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলা সমূহের ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ জেলাসহ বরিশাল, রংপুর, চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ যা অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন জেনে নিন আবহাওয়ার খবর
এদিকে চট্টগ্রামে আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা রয়েছে। কোনো কোনো দমকা বাতাসও বইছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ দশমিকর ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি।
আগামিকাল সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের পূর্বাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।
আগামি শুক্রবারের (৩ মে) পর সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।