অনলাইন ডেস্ক
নগরীর পতেঙ্গা থানাধীন কাটগড় মোড়স্থ ট্রাফিক পুলিশ বক্সের সামনে রাস্তায় পড়ে থাকা অসহায় এক মানসিক ভারসাম্যহীন নারীর হঠাৎ-ই প্রসব বেদনা ওঠে। ১২ তারিখ মধ্যে রাতে স্থানীয়রা জরুরিসেবা নম্বর ৯৯৯ -এ কল দিলে খবর পেয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলামের নির্দেশে এস আই আশিষ কুমার দে দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্হলে উপস্থিত হয়ে দেখেন রাস্তার মাঝেই শিশুটি প্রায় ভূমিষ্ট হওয়ার পথে।
ঘটনাস্থলে এস আই আশিষ একজন হিজড়া ও দুইজন নারীর সহায়তায় ভূমিষ্ঠ হওয়া মানসিক ভারসাম্যহীন নারীর কন্যা শিশুটির নাড়ী কাটানোর ব্যবস্হা করেন।
একদিকে ঈদের বন্ধ, অন্যদিকে গভীর রাত, ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিক বন্ধ থাকায় মা ও শিশু উভয়কে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের জন্য ইপিজেড থানার সহযোগিতায় বন্দরটিলাস্থ মমতা মাতৃসদনে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে মানসিক ভারসাম্যহীন নারীর নাম রাজিয়া বেগম (২৬) লক্ষীপুর জেলার মৃত মোকতার হোসেনের কন্যা। তার মায়ের সঙ্গে পতেঙ্গার চড়পাড়া এলাকায় বসবাস করতেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, জরুরিসেবা ৯৯৯ এর মাধ্যমে জানার সঙ্গে সঙ্গেই টিম পতেঙ্গা মানসিক ভারসাম্যহীন নারীর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। মা ও নবজাতক কন্যা সন্তান দু'জনে ভালো আছে।
ঈদের বন্ধ থাকার কারণে একটু কষ্ট হলেও আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। পুলিশ জনগণের বন্ধু, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কাজের ক্ষেত্রেও আমরা যথেষ্ট আন্তরিক। বিবেকের তাগিদেই নবজাতক ও ওই মানসিক ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়িয়েছি।