আজ ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশ দোহাজারী স্কুলে প্রতিষ্ঠাতা আহমদুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত


চন্দনাইশ প্রতিনিধি:

চন্দনাইশ উপজেলার দোহাজারী জামিরজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক ইউপি চেয়ারম্যান আহমদুর রহমানের ৫৩ তম মৃত্যবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল ২৬ সেপ্টেম্বর বৃহষ্পতিবার অনুষ্ঠিত হয়ে। বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মো. জাফর আহম্মদের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ শিক্ষক হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব মো. জে এইচ সেলিম, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, প্রতিষ্ঠাতার দৌহিত্র এস এম রহিম উদ্দিন রহমান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আনিসুর রহমান, মিজানুর রহমান, সহকারী শিক্ষক স্বপন কুমার বড়ুয়া, সিনিয়র শিক্ষক মো. ইসমাইল চৌধুরী, সাংবাদিক জাবের বিন রহমান আরজু, মোহাম্মদ জুনাইদ প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা আবু ছালেহ মো. মহসীন।

বক্তারা বলেন, মরহুম আহমুদুর রহমান এই প্রতিষ্ঠান করায় দোহাজারীসহ আশপাশের হাজার হাজার শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করতে পারছে। এই প্রতিষ্ঠান থেকে জ্ঞানার্জন করে শতশত ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদসহ প্রতিষ্ঠিত ব্যক্তিগণ দেশের বিভিন্ন প্রান্তে নিজ নিজ অবদান রাখছেন।

পরে মরহুম আহমুদুর রহমানের কবরে শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মো. ইসমাইল চৌধুরী, বিকাশ কান্তি দাশ, মো. আলমগীর, শহিদুল আলম, আবুল হাসেম চৌধুরী, মো. নাছির, আহমদুর রহমানের ছেলে আকতারুল আলম, মিজানুর রহমান, জুনায়েদ সালেহ, হাবিবুল্লাহসহ আহমদুর রহমান সাহেবের পরিবারের সদস্য ও স্কুলের শিক্ষার্থীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর