অনলাইন ডেস্কঃ হরতাল-অবরোধে জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় চট্টগ্রামের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে শান্তি সমাবেশ করছে মহানগর আওয়ামী লীগ।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয় চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত নাশকতা ও অরাজকতা বিরোধী শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বিএনপিসহ তার মিত্রদের ধ্বংসাত্মক রাজনীতি মোকাবিলা এবং জনগণের জানমাল রক্ষায় আমরা অবস্থান নিয়েছি। ছাগল লাফায় খুঁটির জোরে। আর বিএনপি লাফায় জামায়াতের জোরে। এই দুই দল স্বাধীনতাবিরোধী অপশক্তি। আমরা নগরীর গুরুত্বপূর্ণ ১৯টি স্পটে জনগণের জানমাল রক্ষায় অবস্থান নিয়েছি। এখান থেকেই আমরা চিহ্নিত করে ফেলেছি কারা অগ্নিসন্ত্রাস করে? জনগণের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে। তাদের নাম ঠিকানা আমরা অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে দেবো। এক্ষেত্রে কাউকে কোনও ছাড় দেওয়া হবে না। আমরা ভোটারদের মন জয় করার পাশাপাশি স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াত-বিএনপিকে নিশ্চিহ্ন করার লক্ষ্য নিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঘরে ঘরে যাবো।
আরও পড়ুন বিএনপি জামায়াতের অবরোধ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাপাসগোলা আ.লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
তিনি আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর উদ্দেশে বলেন, আপনারা ধৈর্য্য’র সাথে পরিস্থিতি মোকাবিলা করুন। আপনারা শান্তিকামী জনতার অতন্দ্র প্রহরী। আপনাদের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা আছে। অন্যায়কারী যে হোক, তাকে আইনের আওতায় এনে পরিস্থিতি স্বাভাবিক রাখুন।
এদিন নগরীর ১৯টি স্থানে নাশকতা ও অরাজকতাবিরোধী অবস্থান ক্যাম্প পরিদর্শন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, থানা আওয়ামী লীগের সালাউদ্দিন আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগের স্বপন কুমার মজুমদার, রুহুল আমিন তপন, ফজলে আজিজ বাবুল, গোলাম মো. জোবায়ের, ফারুক আহমেদ, মুজিবুল হক পেয়ারু, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, তাঁতী লীগের সভাপতি নুরুল আমিন মানিক প্রমুখ।
তথ্যসূত্র: বাংলানিউজ২৪