স্টাফ রিপোর্টার
চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নে মাদক ও সন্ত্রাস থেকে ছাত্র ও যুবসমাজকে রক্ষা করার লক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বিকেল ৪ টার দিকে জাফরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে বৈলতলী ছাত্র পরিষদের আয়োজনে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করেন বৈলতলী বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল দল বনাম জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ফুটবল দল। ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা হাজারও দর্শক খেলাটি উপভোগ করে। খেলায় নির্দিষ্ট সময়ে উভয় দল গোল করতে ব্যর্থ হয়ে ট্রাইবেকারে জাফরাবাদ উচ্চ বিদ্যালয় দল ৩ গোলে বৈলতলী উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে।খেলায় ম্যান অব ম্যাচ নির্বাচিত হয় জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ফুটবল দলের গোল রক্ষক পায়েল দাশ।
বৈলতলী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রিদুয়ান চৌধুরীর সঞ্চালনায় ও সভাপতি রাকিব মির্জার সভাপতিত্বে প্রীতি ম্যাচটি উদ্বোধন করেন জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফরাবাদ ফাজিল(ডিগ্রি) মাদরাসার সভাপতি অধ্যাপক মনছুরুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বৈলতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম তালুকদার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য নিজাম উদ্দিন (নওশা মিয়া),৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মুরাদুর রহমান,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ মামুন,চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ সংগঠক আব্দুল মোমেন মুন্না সহ অন্যান্যরা।
এমন একটি প্রীতি ম্যাচ আয়োজন করায় বৈলতলী ছাত্র পরিষদকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে ছাত্র ও যুবকদের খেলাধুলামুখী করতে হবে।খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে ছাত্র ও যুবসমাজ অনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকবে।এসময় বক্তারা বৈলতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মরহুম এস এম নুরুল হকের কথা স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করেন।
ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
প্রীতি ম্যাচটি আয়োজনে সার্বিক সহযোগিতা করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ মামুনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় বৈলতলী ছাত্র পরিষদ।
Leave a Reply