মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
চন্দনাইশে পাহাড় সংলগ্ন জমি ও খাল থেকে স্কেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মো. মাশুক (২৭) নামের এক ব্যক্তিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ৯টায় উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪১ লট এলহাবাদ এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জিমরান পিমোহাম্মদ সায়েক এ জরিমানা আদায় করেন।
এবিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪১ লট এলাহাবাদ এলাকায় পাহাড় সংলগ্ন জমি ও খাল থেকে স্কেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালানো হয়। পরে সরকারি আইন লঙ্ঘন করে অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০-এ দোষী সাব্যস্ত করে এ অর্থদণ্ড দেওয়া হয়।"
জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।