মোঃ কামরুল ইসলাম মোস্তফা: অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ক্রস ফিলিং করে ওজনে কম দেওয়ার অভিযোগে চন্দনাইশে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
অভিযানে তানিশা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আফছার উদ্দীন তাঁর দোকানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ক্রস ফিলিং করে ওজন কমানোর সাথে জড়িত থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
চন্দনাইশ থানার একটি বিশেষ টিম ও চন্দনাইশ ফায়ার সার্ভিসের দুইটি দল এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা অভিযানের সত্যতা নিশ্চিত করেন।