মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
চট্টগ্রামের চন্দনাইশে সাঙ্গু নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. সোহেল রানা নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি স্কেভেটর ও বালুভর্তি দুইটি ট্রাক জব্দ করা হয়।
সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর এলাকায় সাঙ্গু নদীর দক্ষিণ পাড়ে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। এসময় উপস্থিত ছিলেন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মো. এনামুল হক। চন্দনাইশ থানার উপ-পরিদর্শক (এস.আই) মুজিবর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।