প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১১:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২২, ৮:৫১ অপরাহ্ণ
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত
মোঃ শহীদুল ইসলাম, চট্টগ্রামঃ
হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
আজ (০৭ সেপ্টেম্বর ২০২২) সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায় বিপিএম(বার), পিপিএম(বার) এর সভাপতিত্বে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দায়িত্বশীল সরকারি অন্যান্য সংস্থার অংশগ্রহণে আইন-শৃংখলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাননীয় পুলিশ কমিশনার মহোদয় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ ইং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে করণীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম, সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সরকারি অন্যান্য সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 Chatgar sangbad. All rights reserved.