চাটগাঁর সংবাদ ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সোলার ইরিগেশন পাম্পের প্রসার বাড়াতে হলে লাভজনক বিজনেস মডেল দাঁড় করাতে হবে। সোলার পাম্পগুলো রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। সোলার পাম্প স্থাপনের ক্যাপিটাল কস্ট ও সাশ্রয়ী প্রযুক্তির বিষয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বুধবার (১৯ জুলাই) ঢাকায় ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারে (আইজিসি) আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে ১ দশমিক ২২ মিলিয়ন ডিজেল পাম্প এবং ৪ লাখ ৩০ হাজার ইলেকট্রিক পাম্প রয়েছে। এগুলোকে সোলার ইরিগেশন পাম্পে পরিণত করার চ্যালেঞ্জ নিয়ে এ পর্যন্ত মাত্র ২ হাজার ৮৭৫টি সোলার ইরিগেশন পাম্প করা হয়েছে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ইলেকট্রিক ভেহিক্যালের ইঞ্জিনের দক্ষতা অনেক বেশি বলে জ্বালানি সাশ্রয়ী। ইলেকট্রিক চার্জিং স্টেশন গাইডলাইন করা হয়েছে। লিথিয়াম ব্যাটারি ব্যবহার বাড়ানোর জন্য একটি টেকসই মডেল তৈরি করা আবশ্যক। রুফটপ সোলার সিস্টেম জনপ্রিয় করার জন্য নেট মিটারিং সিস্টেম প্রণয়ন করা হয়েছে।
আইজিসির গবেষণা অনুষ্ঠানের প্রধান শহিদ ভাজিরাল্লি’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক অতুনু রাব্বানী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষক ফ্যালো রুহিনী কামাল, জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আমরিতা কুন্ডু ও ইমপেরিয়াল কলেজের গবেষক সহযোগী শেফালী খান বক্তব্য রাখেন।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন
Leave a Reply