আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় পঞ্চাশোর্ধ্ব মোটরসাইকেল আরোহী নিহত


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মকবুল আহমদ (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার সময় উপজেলার হাশিমপুর ইউনিয়নের খান বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মকবুল আহমদ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার মৃত আলতাফ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইদ্রিস মিঞা জানান, সোমবার সকালে মকবুল আহমদ তার বাড়ি থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে মোটরসাইকেলযোগে বাগিচাহাট বাজারে তার দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে হাশিমপুর ইউনিয়নের খান বটতল এলাকায় মোটরসাইকেলটি পৌঁছলে কক্সবাজারগামী একটি কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মকবুল আহমদ সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান বলেন, “স্থানীয় জনগণের সহায়তায় কাভার্ডভ্যানটি (চট্টমেট্টো-ড-১১-৩০৮২) আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত ব্যক্তির লাশ দোহাজারী হাসপাতালের মাধ্যমে তার নিকট আত্মীয়-স্বজনকে বুঝিয়ে দেয়া হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর