মোঃ শহীদুল ইসলামঃ 'গ্রুপ থিয়েটার উৎসব ২০২২' আয়োজনে প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে গতকাল জেলা শিল্পকলা একাডেমির সভা কক্ষে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের মূল পরিষদ সভা ফোরামের সভাপতি খালেদ হেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ্ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ১৭ ডিসেম্বর ২০২২ থেকে ১৫ দিনব্যাপী নাট্য উৎসব আয়োজন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতিমূলক সিদ্ধান্ত গৃহিত হয়। জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে আয়োজিত উৎসবে প্রতিদিন মিলনায়তনে ১৫ মঞ্চনাটকসহ মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, পথনাটক, নাট্যজন সংবর্ধনা ও শান্তুনু বিশ্বাস নাট্য পদক প্রদান অনুষ্ঠান পরিবেশিত হবে।
অনুষ্ঠিত সভায় অরিন্দম নাট্য সম্প্রদায়, গণায়ন নাট সম্প্রদায়, তির্যক নাট্যগোষ্ঠী, অঙ্গন থিয়েটার ইউনিট, নান্দীমুখ, কথক থিয়েটার, প্রতিনিধি নাট্য সম্প্রদায়, থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম, লোক থিয়েটার, অ্যাঁভাগার্ড, কালপুরুষ নাট্য সম্প্রদায়, সমীকরণ থিয়েটার, উত্তরাধিকার ও নাট্যধার, এর দলীয় প্রধানগণ ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।