আজ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের নিন্দা

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের নিন্দা


অনলাইন ডেস্ক:

সুইডেনের রাজধানী স্টকহোমে তুরস্ক দূতাবাসের সামনে গত ২১ জানুয়ারি পবিত্র কোরআন পুড়িয়েছে একদল কট্টরপন্থী। রোববার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা ও উদ্বেগ প্রকাশের কথা জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, ‘মত প্রকাশের স্বাধীনতার’ নামে ধর্মগ্রন্থ পোড়ানোর মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মানুষের মূল্যবোধকে অসম্মান করার এই ঘটনায় বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে।
আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিবৃতিতে বলা হয়, ইসলামকে শান্তি ও সহিষ্ণুতার ধর্ম হিসেবে উল্লেখ করে মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ মনে করে যার যার ধর্মচর্চার অধিকার যে কোনো পরিস্থিতিতে সমুন্নত রাখতে হবে, সম্মান জানাতে হবে।

সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য যে কোনো অবাঞ্ছিত ও উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ সংশ্লিষ্ট সবার প্রতি আবেদন জানিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর