আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে গরু চুরির চেষ্টা


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় মঙলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে গরু চুরি করার সময় দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। আটককৃত দুইজন হলেন- শাওন দাশ (২২) ও আমির হোসেন (১৯)।

মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এস রেজাউল করিম জানান, পুলিশের স্টিকার লাগিয়ে রাতে গরু চুরি করতে এসেছিল ৪-৫ জনের একটি দল। পরে স্থানীয়রা টের পাওয়ার পর তাদের ধরার চেষ্টা করে। এর মধ্যে তিনজন পালিয়ে গেলেও দুইজনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক (এসআই) এমরান হোসেন জানান, চোর আটক করার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে হেফাজতে নেওয়া হয়। তাদের সঙ্গে থাকা পুলিশ স্টিকার লাগানো চট্টমেট্রো খ ১১-০০৮০ নাম্বারের গাড়িটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর