আজ ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বরকল ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ কানাইমাদারী বড়ুয়া পাড়া এলাকায় গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করা চারটি পরিবারের পাশে দাঁড়ালেন বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম চৌধুরী।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে সরেজমিন পরিদর্শনে গিয়ে ওই চারটি পরিবারকে সহায়তা হিসেবে চাউল, নগদ অর্থ, কম্বল ও হাঁড়িপাতিল প্রদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বরকল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ফরিদুল আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মিজানুর রহমান, ইউপি সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, ইমরান খান বাহাদুর, আদর, হেলাল, আবু জাফর, সেলিম, আয়েশা, নিবু বড়ুয়া প্রমূখ।

উল্ল্যেখ্য যে, গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে বরকল ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ কানাইমাদারী বড়ুয়া পাড়া এলাকার মৃত অজিত চৌধুরীর ছেলে ধীমান চৌধুরী, বিমান চৌধুরী ও মৃত হৃদয় চৌধুরীর ছেলে প্রকৃতি রঞ্জন চৌধুরী এবং বীরসেন বড়ুয়ার ছেলে সুঞ্জিত বড়ুয়ার বসতঘরসহ আসবাবপত্র পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে বিমান চৌধুরীর চার বছর বয়সী ছেলে দুর্জয় চৌধুরীর হাত ও মুখমন্ডল ঝলসে গেছে। বসতঘর আগুনে পুড়ে ব্যাপক ক্ষতিসাধন হয়ে মানবেতর জীবন যাপন করছিলেন তাঁরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর