আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পতেঙ্গায় শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দিরের বাৎসরিক উৎসব অনুষ্ঠিত

পতেঙ্গায় শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দিরের বাৎসরিক উৎসব অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: পতেঙ্গার কাঠগড়ে শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দিরের বাৎসরিক উৎসব শুক্রবার (৬ জানুয়ারি)  দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। কাঠগড় হিন্দু পাড়া ২নং গলি শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানে ছিল শ্রী শ্রী চন্ডীপাঠ, মায়ের পূজা গীতা পাঠ, প্রসাদ বিতরণ, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ।

মন্দির পরিচালনা পরিষদের সভাপতি শ্রী লিটন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী হরগৌরী মহাশ্মশান যোগাশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শংকরানন্দ অবদূত মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা বজেন্দ্র লাল দেব, উপদেষ্টা পুলিন দত্ত ঝুন্টু চৌধুরী।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভারটেক্স অফ-ডক লজিস্টিক লিমিটেড কর্মকর্তা মো. আনিসুর রহমান, সজল দেব, রনি দত্ত, প্রণব ঘোষ, সুজন দাশ, বাপ্পা চৌধুরী, লিংকন চৌধুরী, অনিন্দ্য দেব, সুমন চৌধুরী, সুজন চৌধুরী, অমি জয়দেব।

স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক নটু দেব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাজল চৌধুরী। সভা শেষে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, কাঠগড় হিন্দু পাড়া ২নং গলির ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দিরের ব্যাপক উন্নয়ন প্রয়োজন।মন্দিরের উন্নয়নে ভক্তবৃন্দদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সবশেষে ভারটেক্স অফ-ডক লজিস্টিক লিমিটেড সার্বিক সহযোগীতায় কম্বল বিতরণসহ আগামীতেও যেন ভারটেক্স কোম্পানি আমাদের ধর্মীয় অনুষ্ঠান সুন্দর ও সফল ভাবে সম্পন্ন করার বিষয়ে নজর রাখার আহ্বান জানাচ্ছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর