আজ ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

মাইজভাণ্ডারী একাডেমির শিশুকিশোর প্রতিযোগিতা মিউনিসিপ্যাল স্কুলে আগামিকাল


ফটিকছড়ির সুফি সাধক গাউসুল আযম শাহসুফি মাওলানা হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) ১১৭ তম বার্ষিক ওরশ শরিফ উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি পালন করছে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট। কর্মসূচির অংশ হিসেবে পঞ্চদশ শিশুকিশোর সমাবেশের প্রতিযোগিতা আগামিকাল শুক্রবার (৬ জানুয়ারি) মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সংগঠনটির মিডিয়া কমিটির আহ্বায়ক বিপ্লব পার্থর পাঠানো এক সংবাদ বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে জানানো হয়, নগরীর নিউমার্কেট সংলগ্ন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে সকাল ৯টা থেকে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শুরু হবে। চারটি বিভাগে-ক্বিরাত, হামদ-নাত, দেশাত্ববোধক গান, মাইজভাণ্ডারী সংগীত, নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, রচনা (বিষয়: আমার দেখা মাইজভাণ্ডার শরিফ), চিত্রাঙ্কন, বিজ্ঞান মেলা (ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত), ফটোগ্রাফি (বিষয়: উন্মুক্ত) ও কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

(প্রেস বিজ্ঞপ্তি)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর