আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

সহকারী শিক্ষক পদে চাকরির জন্য প্রতিবন্ধীদের মানববন্ধন


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছেন শিক্ষক নিয়োগের চূড়ান্ত পর্বে বাদ পড়া প্রতিবন্ধী চাকরিপ্রার্থীরা। মানববন্ধন শেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপিও দেন তারা।

আজ রোববার সকালে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত পর্বে বাদ পড়া চাকরিপ্রার্থীরা এই মানববন্ধন করেন। লিখিত পরীক্ষায় পাস করে মৌখিক পরীক্ষা দিয়েছিলেন তারা। গাইবান্ধা, বগুড়া, কুড়িগ্রাম, চট্টগ্রাম, কুমিল্লা ও বরিশালের প্রার্থীরাও মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকায় বাদ পড়া প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দেয়ার জন্য দাবি জানানো হয়। বাদ পড়া প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের নিয়োগ না দেওয়া হলে ৮ জানুয়ারি অনশন কর্মসূচি পালন করার ঘোষণা দেন তারা।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত পর্বে বাদ পড়া চাকরিপ্রার্থী সাজ্জাদ হোসেন বলেন, ‘আমাদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোটা থাকার কথা থাকলেও চূড়ান্ত ফলাফলে প্রতিবন্ধী কোটা মানা হয়নি। অথচ পোষ্যসহ অন্যান্য কোটা মানা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যদি ১ শতাংশ কোটাও বরাদ্দ থাকত, তাহলে আমাদের চাকরি হতো।’

আরেক প্রার্থী আবু জাহিদ বলেন, ‘আমরা যারা প্রতিবন্ধী মানুষ, তাঁরা কষ্ট করে লেখাপড়া শেষে চাকরির বাজারে নেমেছি। অনেক আশা করে পরীক্ষা দিয়েছিলাম। ভাইভা দিয়েও চাকরি না পাওয়াটা অনেক কষ্টের। আমাদের এভাবে বঞ্চিত করা ঠিক হয়নি। আমাদের জন্য যদি কোটা থাকত তাহলে আমাদের বাদ পড়তে হতো না। কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হোক।’

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত পর্বে বাদ পড়া শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী ফাহিম মোহাম্মদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৩৭ হাজার জন নেওয়া হলেও প্রতিবন্ধী প্রার্থীদের নেওয়া হয়নি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও চূড়ান্ত ফলাফলে প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের স্থান হয়নি।

তথ্যসূত্র: প্রথম আলো


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর