রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের মঘাছড়ি এলাকায় অবৈধ ইট ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে জিম্মি করে মারধরের ঘটনায় গ্রেপ্তার ম্যানেজার কাঞ্চন কুমার তুরি’র একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার (১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খানের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। কাঞ্চন কুমার তুরি (৩৬) রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের মঘাছড়ি এলাকার একটি ইটভাটার ম্যানেজার। তিনি রাজানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অমূল্য ডাক্তার বাড়ির জীবন কৃষ্ণ তুরির ছেলে।
সোমবার (২৬ ডিসেম্বর) রাতে রাঙ্গুনিয়ার রানীর হাট এলাকা থেকে তুরিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ। বিএইচআরএফ’র মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, সাংবাদিক আবু আজাদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার কাঞ্চন কুমার তুরি’র পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামিপক্ষ জামিনের আবেদন করলে মানবাধিকার আইনজীবীরা জামিনের বিরোধীতা করেন। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
শুনানিতে বাদিপক্ষে অ্যাডভোকেট এ এইচ এম জসিম উদ্দিন, অ্যাডভোকেট সাইফুদ্দিন খালেদ, অ্যাডভোকেট মো. হাসান আলী, অ্যাডভোকেট এ কে এম শাহরিয়ার রেজা তালুকদার, অ্যাডভোকেট বদরুল হাসান, অ্যাডভোকেট জিয়াউদ্দিন আরমান উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার (২৫ ডিসেম্বর) রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নে অবৈধ ইটভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম ব্যুরো অফিসের স্টাফ করেসপনডেন্ট আবু আজাদ। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়। সাংবাদিক আবু আজাদ বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন- ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী (৫৫), সদস্য মহিউদ্দিন তালুকদার মোহন (৪০), ইটভাটার ম্যানেজার কামরান (৩০) ও মোহনের সহযোগী কাঞ্চন তুরি (৩০)। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ৫-৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।
তথ্যসূত্র: বাংলানিউজ২৪
Leave a Reply