আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

ছাত্র অধিকার পরিষদের ২ নেতাকে ‘ডিবি পরিচয়ে’ আটকের অভিযোগ


ছাত্র অধিকার পরিষদের দুজন ছাত্রনেতাকে ‘ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার’ পর তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাত ১১টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। তারা নিজ নিজ বাসায় চলে গেছেন।’

এর আগে শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান সম্রাট ও সোহরাওয়ার্দী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক নাজুমল হুদাকে গুলিস্তান ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচ থেকে ‘ডিবি পরিচয়ে’ তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করে ছাত্র অধিকার পরিষদ।

তবে, এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা কিছু জানেন না বলে জানান।

তথ্যসূত্র: দেশ রূপান্তর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর