আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মরহুম আমিনুল হকের জানাজা

সমাজ সেবক আমিনুল হকের ইন্তেকাল


বাংলাদেশ ফটোজানার্লিষ্ট এসোসিয়েশন চট্টগ্রাম শাখার অর্থ সম্পাদক দৈনিক কর্ণফূলী’র সিনিয়র ফটো সাংবাদিক মোহাম্মদ হোসাইনের পিতা বিশিষ্ট সমাজ সেবক আমিনুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের পাঠানো এক বিবৃতি থেকে জানা গেছে, মঙ্গলবার (২৭শে ডিসেম্বর) রাত ১০ টা ২০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিনুল হক পরলোক গমন করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফটোজানার্লিষ্ট এসোসিয়েশন।

মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৯০ বছর। তার ২ছেলে ৬মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেয়েছে। দক্ষিণ মধ্যম হালিশহরের মাইজপাড়ার স্থায়ী
বাসিন্দা ছিলেন তিনি। আজ ২৮ ডিসেম্বর সকাল ১০টায় দক্ষিণ মধ্যম হালিশহর নিশ্চিন্তাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের সুযোগ্য পুত্র সাংবাদিক মোহাম্মদ হোসাইন। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

(প্রেস বিজ্ঞপ্তি)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর