আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন উদ্বোধন


চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে শীলঘাটা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী। আজ রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি আলহাজ্ব এম. আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, ‘যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। শিক্ষার জন্য সর্বোচ্চ বরাদ্দ দিয়ে শিক্ষা খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। বছরের প্রথম দিন নতুন বই, উপবৃত্তিসহ সকল প্রকার শিক্ষা উপকরণও বিতরণ করা হচ্ছে। শিক্ষার মানোন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষার মান বৃদ্ধির লক্ষে চট্টগ্রাম-১৪ সংসদীয় এলাকার প্রায় প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় নতুন বহুতল ভবন নির্মাণ করা হয়েছে।’

তিনি বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রূপরেখা পরিবর্তন হয়েছে। শিক্ষার মাণও বেড়েছে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে না থাকলে দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়িতে চার তলা অ্যাকাডেমিক ভবন নির্মাণ সম্ভব হতো না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য আগামী নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে ভোট চান তিনি।

শীলঘাটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়টির পরিচালনা পর্ষদ সদস্য শ্যামল বড়ুয়া। এতে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইছাহাক, ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউল ইসলাম, হাশিমপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট খোরশেদ বিন ইসহাক, ধোপাছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান ইউসুফ চৌধুরী, বিদ্যালয়টির সাবেক সভাপতি অশোক বড়ুয়া, ধোপাছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিমান শ্রমিক লীগ নেতা এফএম দিদারুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সহ-সভাপতি তোহিদুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ দে, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, সহ-সভাপতি এসএম জামাল উদ্দিন মেম্বার, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, উপজেলা যুবলীগ সদস্য লোকমান হাকিম, দোহাজারী পৌরসভা যুবলীগ আহবায়ক মনসুর আলী ফয়সাল, হাশিমপুর ইউনিয়ন যুবলীগ আহবায়ক সাইফুল ইসলাম, দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমদ প্রমুখ।

প্রসঙ্গত,  চারতলা একাডেমিক ভবন নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৮২ লাখ টাকা। এটি বাস্তবায়নে কাজ করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর