রাঙামাটি জেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলার কোতোয়ালি থানায় এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মারুফ আহমেদ। এ সময় উদ্ধারকৃত বেশকয়েকটি ফোন মালিকদের হাতে তুলে দেয়া হয়।
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, রাঙামাটিতে আগে সাইবার ইউনিট না থাকায় আমরা চুরি যাওয়া মোবাইল সহজে উদ্ধার করতে পারতাম না। তবে এখন সাইবার ইউনিট চালু হওয়ায় চুরি হওয়া মোবাইলগুলো উদ্ধার করা সম্ভব হচ্ছে। এর মধ্যে ৩০টি ফোন উদ্ধার করা হয়েছে।
এ পুলিশ কর্মকর্তা আরো বলেন, কারো মোবাইল চুরি হলে বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নিয়ে কোনো জটিলতা হলে আমাদের অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের সমস্যা আমরা সমাধান করতে পারব।
এ সময় চুরি হওয়া মোবাইল ফেরত নিতে আসা রতন মল্লিক বলেন, গত পাঁচ মাস আগে বাসা থেকে আমার মোবাইলটি চুরি হয়ে যায়। আমি তখন বাঘাইছড়ি থানায় আমি অভিযোগ জানাই। গতকাল পুলিশ ফোন করে জানায়, আমার মোবাইলটি পাওয়া গিয়েছে। চুরি হওয়া মোবাইল ফেরত পেয়ে আমার খুব ভালো লাগছে।
তথ্যসূত্র: বণিক বার্তা
Leave a Reply