আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

বাংলাদেশে উইজ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা করতে চায় সংযুক্ত আরব আমিরাত


আবুধাবি থেকে ঢাকা অথবা চট্টগ্রামের মধ্যে ব্যয় সাশ্রয়ী আবুধাবি ভিত্তিক এয়ারলাইন্স সংস্থা উইজ এয়ারের ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত সংযুক্ত আরব আমিরাত (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি ও তার দেশ ঢাকার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে আগ্রহী। রবিবার (১১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ, বিমান ও শিপিং সংযোগ, কৃষি, খাদ্য নিরাপত্তা, ভাসমান সৌরশক্তি, ওষুধ, আইটি, বনায়ন এবং ম্যানগ্রোভ বনের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সংগৃহীত ছবি

রাষ্ট্রদূত ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিতব্য কপ ২৮-এ বাংলাদেশের সমর্থন প্রদানের জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে সম্পর্ক দিন দিন দৃঢ় হচ্ছে। তিনি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে সহযোগিতা জোরদার করার ওপর জোর দেন।

মোমেন সংযুক্ত আরব আমিরাতকে উন্নয়ন ও সমৃদ্ধির রোল মডেল হিসেবে রূপান্তরের জন্য সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি আকর্ষনীয় এক্সপো ২০২০ দুবাই আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

তথ্যসূত্র: বাসস


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর