মহান বিজয় মাসের কর্মসূচি ঘোষণা করেছে চট্টল ইয়ূথ কয়ার। এ উপলক্ষে আগামি ১ ডিসেম্বর সকাল ১০টায় কুয়াইশ অক্সিজেন রোডস্থ বঙ্গবন্ধু এভিনিউতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হবে। এদিন অনুষ্ঠিত হবে আলোচনা সভাও। আজ সোমবার (২৮ নভেম্বর) সংগঠনটির মহাসচিব অরুন চন্দ্র বণিকের পাঠানো বিবৃতিতে আরো জানানো হয়- আগামি ২ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় ওয়ার্লেস ঝাউতলায় বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠে বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও উপজেলা ভিত্তিক বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে জানানো হয়, রবিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টায় আন্দরকিল্লায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে লায়ন সুজিত দাশ অপুর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজিত চৌধুরী মিন্টু, কণ্ঠশিল্পী সমীরন পাল, সাংবাদিক রোজী চৌধুরী, কয়ার সদস্য নুরুল আব্বাস, অনিক চৌধুরী বাসু, কবির আহাম্মদ, নিহার রঞ্জন ভট্টাচার্য প্রমুখ।
প্রস্তুতি সভায় ৪ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় সকলকে যোগ দেয়ার অনুরোধ ও প্রতিশ্রুতি নেয়া হয়। সভা শেষে আন্দরকিল্লা, চেরাগী চত্বর, জামালখান এলাকায় প্রধানমন্ত্রীর সভায় যোগদানের জন্য বিশেষ ফোল্ডার সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply