আজ ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হারানো বিজ্ঞপ্তি: ছেলের সন্ধানের আশায় তার পরিবার


গত ১৯/১১/২০২২ ইং শনিবার  (১৯ নভেম্বর)  বিকাল ৪.০০ ঘটিকার সময় আব্দুল্লাহ আল মিরাজ প্রকাশ বাবু মনি  (১১) নামে এক ছাত্র হারানো গিয়েছে। জানা যায়, কক্সবাজার পেকুয়া থানার মিয়া পাড়ার মোস্তাক আহমদ-এর প্রথম পুত্র আশরাফুল উলুম মাদ্রাসার একজন পঞ্চম শ্রেণীর ছাত্র। তার বাবা বলেন,  আমার ছেলে ১৯ নভেম্বর শনিবার মাদ্রাসা থেকে বের হয়ে মাদ্রাসার পাশে রাস্তায় খেলাধুলা করতে দেখছিলাম। কিন্তু ছেলে সন্ধায় ঘড়িয়ে রাত্রে বাসায় না আসিলে ছেলের সন্ধানে বের হই এবং মাদ্রাসায় খবর নিয়ে দেখি আমার ছেলে মাদ্রাসায় যায় নাই। হারানোর দিন রাত পার হওয়ার পরেও বাড়ী ফিরে না আসায় আত্মীয় স্বজেনের বাড়ীসহ সম্ভাব্যস্থানে খোজঁ খবর নিই। কিন্তু কোথাও ছেলের সন্ধান পায়নি। বর্তমানে আমার ছেলে কোথায় আছে ,কি অবস্থায় আছে তার কোন হদিস পাচ্ছি না। আমার ছেলের জন্য আমার পরিবারের লোকজন দু:চিন্তায় আছে।

হারানোর সময় তার পরনে ছিল নীল রংয়ের পাঞ্জবী ও গায়েঁর রং ফর্সা । উচ্চতা ৪.৫ ফুট, চট্টগ্রামের ভাষায় কথা বলে, ধর্ম ইসলাম। এ বিষয়ে পেকুয়া থানায় একটা জিডি করা হয়েছে। জিডি নং – ১৩০২ । যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: পেকুয়া থানা-মিয়াপাড়া, কালাম ম্যানশন,০৪ নং ওয়ার্ড ইউনিয়ন -পেকুয়া জেলা চট্টগ্রাম্  মোবাইল নং : ০১৮৯১৫২০৯৫২ মোর্শেদা বেগম ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর