আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, করোনায় শনাক্ত ১৯


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে, আর এই সময়ে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৯ জনের দেহে।
শুক্রবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য দিয়েছে।

তথ্য অনুযায়ী, চলতি বছর সারাদেশে ডেঙ্গুতে ২২০ জন মৃত্যুবরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ২৫০ জন নতুন রোগী চিকিৎসার জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৩২৫ জনে। একই সময়ে করোনায় কারও মৃত্যু হয় নি। ফলে রোগটিতে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩০ জনে অপরিবর্তিত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সংগৃহীত ২ হাজার ৮৪৯টির মধ্যে পরীক্ষা করা হয় ২ হাজার ৮৮০টি নমুনা। এতে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৬ শতাংশ। একই সময়ের মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ৪৮৬ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর