আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

১৬ খাতে বাণিজ্য সমঝোতা সই করলো বাংলাদেশ ও সিঙ্গাপুর


১৬টি খাতে মেমোরেন্ডাম অব কোঅপারেশন (এমওসি) সমঝোতা সই করেছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। আজ বুধবার (১৬ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এ উদ্যোগের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এতে প্রাথমিকভাবে ১৬টি খাত উন্নয়নে গুরুত্বারোপ করা হয়েছে। এ ছাড়া দুই দেশের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের লক্ষ্যে আলোচনা পরিচালনার কৌশল গ্রহণে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সমঝোতা দুই দেশের মধ্যে আরো বেশি বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

প্রাথমিকভাবে গুরুত্ব পাওয়া ১৬টি খাতের মধ্যে রয়েছে পাট ও পাটজাত পণ্য, বস্ত্র ও পোশাক, কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা, হালকা প্রকৌশল চামড়া ও চামড়া জাত পণ্য, দক্ষতা উন্নয়ন, ট্রান্সপোর্ট, লজিস্টিক, ডিজিটাল অর্থনীতি এবং শিক্ষা সেবা।

তথ্যসূত্র: বণিক বার্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর