আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিভিল সার্জ চট্টগ্রাম

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৫২


চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্ণ চৌধুরী নামে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুনভাবে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫২ জন। আজ রবিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশ করা ডেঙ্গু প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যে ৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে বেসরকারি হাসপাতালে ২১ এবং সরকারি হাসপাতালে ৩১ জন চিকিৎসা নিচ্ছেন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী এ প্রসঙ্গে জানান, চট্টগ্রামে প্রতিনিয়ত ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে। এটি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির প্রতি জোর দিতে হবে। শুধু চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতি রাখলে হবে না। এর আগে ডেঙ্গু থেকে বাঁচতে নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে চসিকসহ অন্যান্য সংস্থাগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। প্রতিকারের চেয়ে প্রতিরোধ জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয় মোট ৩ হাজার ৬৫ জন। তাদের মধ্যে শুধু অক্টোবর মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৮৬১ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জনের। আর আক্রান্তদের মধ্যে ২ হাজার ২৬০ জন নগরের এবং ৮০৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে পুরুষ ১ হাজার ৫৩৮ জন, নারী ৭৮৬ জন ও শিশু ৭৪১ জন।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর