চলতি বছরের অক্টোবর মাসে রিজার্ভের অন্যতম প্রধান উৎস রেমিট্যান্স কমেছে। গত মাসে ১৫২ কোটি ৫৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত আট মাসের মধ্যে সর্বনিম্ন। গত বছরের অক্টোবরে রেমিট্যান্স প্রবাহের পরিমাণ ছিল ১৬৪ কোটি ৬৯ লাখ ডলার। গত বছরের অক্টোবরের চেয়ে চলতি বছরের অক্টোবরে ৭ দশমিক ৩৭ শতাংশ রেমিট্যান্স কম এসেছে। চলতি বছরের সেপ্টেম্বরে এসেছিল ১৫৪ কোটি ডলার। সে হিসেবে অক্টোবরে সেপ্টেম্বরের রেমিট্যান্স কমেছে ১ শতাংশের মতো।
আজ মঙ্গলবার (১ নভেম্বর) দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। আগামী সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ নেমে আসবে ৩৪ দশমিক ৩০ বিলিয়ন ডলারে।
চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। জুলাইয়ে এসেছিল ২ দশমিক ১ বিলিয়ন ডলার; যা ছিল আগের ১৪ মাসের মধ্যে সবচেয়ে বেশি। আর গত বছরের জুলাইয়ের চেয়ে বেশি ছিল ১২ শতাংশ।
আগস্টে আসে ২ দশমিক শূন্য চার বিলিয়ন ডলার। প্রবৃদ্ধি হয়েছিল ১২ দশমিক ৬০ শতাংশ। ওই দুই মাসে মোট রেমিট্যান্স এসেছিল ৪ দশমিক ১৩ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ের চেয়ে যা ছিল ১২ দশমিক ৩০ শতাংশ বেশি।
তথ্যসূত্র: বণিক বার্তা
Leave a Reply