আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশ নিউজ

রাত ৮টার পর দোকান খোলা রাখায় চন্দনাইশে ৮ দোকানিকে জরিমানা


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ রাত ৮টার পর দোকান খোলা রাখায় চন্দনাইশে ৮ দোকানদারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার মহাজনঘাটা, জোয়ারা, থানার মোড় ও চন্দনাইশ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় মোট ৮টি মামলায় ৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার বলেন, “রাত ৮টার মধ্যে সব মার্কেট ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়। রাত ৮টার পর মার্কেট ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর