আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বুট

ভারত থেকে কাতারে যাচ্ছে ১৭ ফুট লম্বা বুট


ভারত থেকে কাতারে যাচ্ছে ১৭ ফুট লম্বা বুট। আগামী মাসে কাতারের দোহাতে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ-২০২২ উপলক্ষে কেরালার কোঝিকোড়ের উপহার হিসেবে এই বুট যাচ্ছে কাতারে। এটিকে বিশ্বের সবচেয়ে বড় বুট বলা হচ্ছে।

৪৫০ কেজি ওজনের বুটটি কিউরেটর এম দিলীপের তত্ত্বাবধানে আইম্যাক্স গোল্ড রাইস প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেছে। ১৭ ফুট দৈর্ঘ্য এবং ৬ ফুট উচ্চতার জুতাটির গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠতে পারে। কোজিকোড়ের ডেপুটি মেয়র মুসাফর আহমেদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে বিশাল এই বুটটি উন্মোচন করা হয়।

এটি বর্তমানে কোজিকোড়ে প্রদর্শন করা হচ্ছে এবং কোচি থেকে একটি কনটেইনার জাহাজে কাতারে পাঠানো হবে। ফিফা বিশ্বকাপ আয়োজক দেশের বিভিন্ন স্থানে বিশাল বুটটি প্রদর্শন করবে ফোকাস ইন্টারন্যাশনাল নামে একটি এনজিও।

বিশাল বুট উপহার দেওয়ার বিষয়ে ফোকাস ইন্টারন্যাশনালের জনসংযোগ কর্মকর্তা পিআরও মাজিদ পুলিক্কল বলেন, এটি ভারতের কাছ থেকে কাতারের জন্য সেরা এবং সবচেয়ে স্মরণীয় উপহার। এই মর্যাদাপূর্ণ বুটের কিউরেটর এম দিলীপ বিভিন্ন ক্ষেত্রে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী।

আগামী ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর দোহায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২২। আটটি গ্রুপে মোট ৩২টি দল টুর্নামেন্টে অংশ নেবে। স্বাগতিক দেশ ও ইকুয়েডরের মধ্যে হবে প্রথম ম্যাচ।

সূত্র : এনডিটিভি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর