আজ ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিএমপি

ষড়যন্ত্রকারীদের অপশক্তি রোধে প্রশাসন প্রস্তুত: সিএমপি কমিশনার


দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের অপশক্তি রোধে প্রশাসন প্রস্তুত বলে জানিয়েছেন সিএমপি কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। আজ রবিবার (২ অক্টোবর) জেএম সেন হলে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

কৃষ্ণ পদ রায় বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবারের দুর্গোৎসব অত্যন্ত আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। দুর্গাপূজা চলাকালীন কোনো গোষ্ঠী বা বিশেষ মহল নাশকতার চেষ্টা করলে ছাড় নেই। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের যেকোনো ধরনের অপশক্তি রোধে প্রশাসন প্রস্তুত। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি এসময় নির্ভয়ে, নির্বিঘ্নে ও নিঃসংকোচে শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য তিনি সনাতন ধর্মাবলম্বীদের আহবান জানান।

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল কান্তি সেন উজ্জ্বল ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত, সিএমপির কর্মকর্তা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর