আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিইপিজেড

সিইপিজেডে কর্ণফুলীর পানি শোধন প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরু


কর্ণফুলী নদীর পানি শোধন করে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়া অঞ্চলের (সিইপিজেড) পানির চাহিদা মেটানো হবে। ঢাকাভিত্তিক সিগমা গ্রুপের প্রতিষ্ঠান ‘কর্ণফুলী ওয়াটার লিমিটেড’ ট্রিটমেন্ট প্লান্ট পরীক্ষামূলক পানি উৎপাদন শুরু করছে। শুরুতে দিনে কর্ণফুলী নদীর ৩০ লাখ গ্যালন পানি পরিশোধন করে ইপিজেডের কারখানাগুলোতে সরবরাহ করা হবে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এই প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরু হচ্ছে।

সিইপিজেড সূত্রে জানা যায়, এ অঞ্চলে প্রতিদিন সুপেয় পানির চাহিদা ৬০ লাখ গ্যালন। চট্টগ্রাম ওয়াসা থেকে পাওয়া যায় দুই লাখ গ্যালন। ১১২টি গভীর নলকূপ থেকে আসে প্রায় ৩০ লাখ গ্যালন।

সিগমা গ্রুপের মহাব্যবস্থাপক (প্রকল্প) প্রকৌশলী মো. তাজুল ইসলাম জানান, কর্ণফুলী নদীর পারে পতেঙ্গা সাইলো জেটিসংলগ্ন স্থানে পাম্প স্টেশন স্থাপন করা হয়েছে। সেখান থেকে পানি এনে ইপিজেডের ট্রিটমেন্ট প্লান্টে পরিশোধন করে সরবরাহ করা হবে। লবণাক্ততা এড়াতে ভাটার সময় কর্ণফুলী নদীর উপরিভাগের পানি ট্রিটমেন্ট প্লান্টে সরবরাহ করা হবে। এ ছাড়া কর্ণফুলী ইপিজেডে ২০০৮ সালে স্থাপিত ট্রিটমেন্ট প্লান্ট থেকেও পানি সরবরাহ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর