আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ফটিকছড়ি নানুপুর ইউনিয়ন বিএনপির পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ায় আলোচনা সভা


সাদ্দাম হোসেন: ফটিকছড়ি উপজেলায় ১৪ নং নানুপুর ইউনিয়ন বিএনপির ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ায় ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল আজিম উল্লাহ বাহার ও সদস্য সচিব মোঃ জহির আজম চৌধুরী কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আলোচনা সভা ও আনন্দ মিছিল করেছে নবগঠিত নানুপুর ইউনিয়নে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গতকাল শনিবার নানুপুর আবু ছোবাহান উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা শেষে আনন্দ মিছিল বের করেন। আলোচনা সভায় নবগঠিত কমিটির সভাপতি খায়েজ আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা বিএনপি সদস্য আলহাজ্ব হারুন অব রশিদ, রায়হানুল আনোয়ার রাহী, এস এম আজিজুল্লাহ।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো.সরোয়ারের সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির যুগ্ম সম্পাদক সৈয়দ গোলাম মইনুদ্দিন ইয়ামানি ও সাংগঠনিক সম্পাদক মোঃ হামিদুল্লাহ সহ প্রমুখ। এই সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল (বিএনপি), ফটিকছড়ি উপজেলায় নানুপুর ইউনিয়নে পূর্নাঙ্গ কমিটির নেতৃবৃন্দ সহ ইউনিয়ন বিএনপির, ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর