আজ ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে দেশীয় অস্ত্রসহ আটক ৪


প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী: বোয়ালখালীতে দেশীয় অস্ত্রসহন সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৪জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) ভোর ৪ টার দিকে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ এলাকা থেকে লে. কর্ণেল মোঃ সালাহ উদ্দিন আল মামুনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

এ সময় ৪ রাউন্ড রাইফেল এ্যামোনিশন, ১০ রাউন্ড শটগান এ্যামোনিশন, ৩টি পাসপোর্ট, ২৫ টি মোবাইল ফোন, ২১ টি দেশীয় অস্ত্র ও ১ লাখ ৭৬ হাজার ৪শত ২৫ টাকা জব্দ করা হয়।

আসামিরা হলো-শহিদুল আলম (৩৮), মো. জানে আলম নান্নু (৪০), জুবায়েদ আকবর (২৬), মো. মোর্শেদ (৪৭)।

বোয়ালখালী উপজেলার লে. কর্ণেল মো. সালাহ উদ্দিন আল মামুন বলেন, তারা খরণদ্বীপ এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনসহ এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আসামিদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরো জানান সেনাবাহিনীর বিশেষ অভিযানে চলমান থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর