আজ ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন আঃ রাজ্জাক


সংবাদ বিজ্ঞপ্তিঃ কক্সবাজার জেলার পাঠকপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র কক্সবাজার জেলা শাখার সভাপতি ও স্যাটেলাইট টেলিভিশন ই টেন টিভি প্রাইম এর কক্সবাজার ব্যুরো প্রধান এবং জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার / দি বাংলাদেশ ডায়েরি পত্রিকার কক্সবাজার জেলার স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক আবদুর রাজ্জাক। বুধবার ২৩ এপ্রিল দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার সম্পাদক রুহুল আমিন সিকদারের স্বাক্ষরে নিয়োগ চূড়ান্ত করা হয়। দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার পক্ষ থেকে প্রধান সম্পাদক ও প্রকাশক বেলাল উদ্দিন বেলাল ও নির্বাহী সম্পাদক স,ম ইকবাল বাহার চৌধুরী তার হাতে নিয়োগপত্র ও আইড়ি কার্ড তুলে দেন। সাংবাদিক আব্দুর রাজ্জাক কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভার গোরকঘাটা চরপাড়া ০৯ নং ওয়ার্ড়ের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব সিরাজুল ইলাম সওদাগরের সুযোগ্য পুত্র। দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে তিনি সাংবাদিকতা পেশায় জড়িত আছেন। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সাংবাদিক আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভিতে কক্সবাজার দক্ষিণ জেলা প্রতিনিধি, দৈনিক জনকণ্ঠ, দৈনিক মানবজমিন ও দৈনিক পূর্বকোণ পত্রিকায় মহেশখালী উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তিনি বর্তমানে স্যাটেলাইট টেলিভিশন ই টেন টিভি প্রাইম এর কক্সবাজার ব্যুরো প্রধান ও মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার / দি বাংলাদেশ ডায়েরি ও চাটগাঁর সংবাদ পত্রিকার কক্সবাজার জেলার স্টাফ রিপোর্টার এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও কক্স সময় টিভির সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি বিভিন্ন জাতীয়,আঞ্চলিক ও স্থানীয় দৈনিকে গুরুত্বপূর্ণ পদে বস্তুনিষ্ঠ ও তথ্য সমৃদ্ধ সংবাদ প্রেরণ করে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সবার দোয়া, আশীর্বাদ, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন আব্দুর রাজ্জাক। সেই সঙ্গে নিয়োগ প্রদানের জন্য দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার সম্পাদক রুহুল আমিন সিকদার, প্রধান সম্পাদক ও প্রকাশক বেলাল উদ্দিন বেলাল এবং নির্বাহী সম্পাদক স,ম ইকবাল বাহার চৌধুরীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর