আজ ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১


সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে রয়েল সিমেন্ট কারখানায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. সোলাইমান (৩৩) নামে এক ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। নিহত ইঞ্জিনিয়ার সোলাইমান ভাটিয়ারির উত্তর বাজার যমুনা ব্যাংকের পাশে নজির সওদাগরের বাড়ির জহুর আহমেদের পুত্র।

বুধবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার কুমিরা রয়েল সিমেন্ট ও রড তৈরি কারখানা কেএসআরএম ফ্যাক্টরীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একই মালিকানাধীন রয়েল সিমেন্ট ফ্যাক্টরি ও রড তৈরি কারখানা কেএসআরএম পাশাপাশি অবস্থিত। ইঞ্জিনিয়ার সোলাইমান রয়েল সিমেন্টে চাকরি করলেও কেএসআরএম স্টিল ও রয়েল সিমেন্টের মাঝখানে একটি জেনারেটর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেখানে জেনারেটর অপারেটরদের নিয়ে মেরামত করতে যান। মেরামত শেষে হেঁটে যাওয়ার সময় কারখানার ভিতর রড বোঝাই একটি ট্রাক স্কেল করে আসার সময় চালকের অসাবধানতাবশত পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ইঞ্জিনিয়ার সোলাইমান।

এঘটনায় রাতেই নিহতের বড় ভাই মোঃ জাফর আহম্মদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, রয়েল সিমেন্ট ফ্যাক্টরি ও রড তৈরির কারখানা একই গেট দিয়ে পাশাপাশি অবস্থিত। যিনি মারা গেছেন, তিনি রয়েল সিমেন্ট ফ্যাক্টরির ইঞ্জিনিয়ার। কিন্তু দুর্ঘটনা ঘটেছে রডের কারখানার স্কেলে রড বোঝাই গাড়িচাপা পড়েন। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর