আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি ও পুলিশের উপর হামলার অভিযোগে মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকার মৃত জাগির হোসেনের ছেলে নুরুল আবছার (৫৫), বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মৃত অলি আহমদের ছেলে আবুল কালাম আজাদ (৫৩), আনোয়ারা সদরের ডুমুরিয়া এলাকার আজম আলীর ছেলে মো. আরাফাত (২৬), পীরখাইন এলাকার শামসুল আলমের ছেলে শফিউল আলম (২৬), ভিংরোল এলাকার মমিনুর রশীদের ছেলে এরফানুর (৩১), দুধকুমড়া এলাকার জাগির হোসেনের ছেলে কাশেম (৪৫), তেকোটা এলাকার মৃত গুড়া মিয়ার ছেলে মোস্তাক আহমদ (৫৫)।
পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন ঘটনার প্রেক্ষাপটে এবং সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উপজেলায় পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং তারই অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ওসি মনির হোসেন বলেন, “জনগণের শান্তি ও নিরাপত্তা রক্ষায় পুলিশ সর্বদা প্রস্তুত। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে লক্ষ্যে টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।”
তিনি আরও জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
Leave a Reply