আজ ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

হালদা নদীতে ১২০ কেজি পোনা মাছ অবমুক্ত


অনলাইন ডেস্ক: হাটহাজারী উপজেলায় হালদার রেণু থেকে উৎপাদিত ১২০ কেজি রুই, কাতলা, মৃগেলের পোনা মাছ পুনরায় হালদায় অবমুক্ত করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের মাছুরাঘোনা সংলগ্ন হালদা নদীতে এ পোনা মাছ অবমুক্ত করা হয়।

পোনা মাছ অবমুক্ত করার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ। এসময় হালদা প্রকল্পের পিডি মো. মিজানুর রহমান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম সহ হালদা পাড়ের ডিম সংগ্রহকারী ও স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা বলেন, হালদার রেণু থেকে উৎপাদিত এসব পোনা নদীর রুইজাতীয় মাছের স্টকে যুক্ত হবে এবং ভবিষ্যতে এই পোনা বড় হয়ে হালদা নদীতে প্রজননক্ষম মাছ হিসেবে ডিম ছাড়বে। নদীতে প্রজননক্ষম মা মাছকে নিরাপত্তা দেওয়ার জন্য হালদা-সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরগুলোকে নিয়মিত অভিযান পরিচালনা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর