আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতকানিয়ার মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন কর্ণেল (অব:) কাশেম


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম । এতে কর্ণেল (অব:) মোহাম্মদ কাশেমকে সভাপতি মনোনীত করা হয়েছে। কর্ণেল (অব:) মোহাম্মদ কাশেম চট্টগ্রাম ক্যান্টনমেন্ট (ইংলিশ) স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। বর্তমানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন।

রবিবার (২০ এপ্রিল) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে এবং কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম- সই করা মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রণীত প্রবিধানমালা, ২০২৪-এর প্রবিধান ৬৪ (১) মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজ, সাতকানিয়া, চট্টগ্রাম-এ নিম্নবর্ণিত সদস্যের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে স্মারক ইস্যুর তারিখ হতে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেয়া হল। এডহক কমিটি গঠনের ০৬ (ছয়) মাসের মধ্যে প্রবিধানমালার অনুসারে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত গভর্ণিং বডি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে।

তাছাড়া পদাধিকার বলে প্রধান শিক্ষক আকতার হোসেনকে সদস্য সচিব, মোহাম্মদ সিরাজুল ইসলামকে শিক্ষক প্রতিনিধি, মুহাম্মদ সালাহ উদ্দীনকে অভিভাবক সদস্য করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৬৪ সালে মির্জাখীল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর ৬ষ্ঠ শ্রেণির পাঠদান শুরু হয়। পর্যায়ক্রমে ৮ম শ্রেণি পর্যন্ত ক্লাস চালু হয়। ১৯৬৫ সালে বিদ্যালয়টি নিম্নমাধ্যমিক স্বীকৃতি লাভ করে। ১৬ বছর পার হওয়ার পর প্রতিষ্ঠানটি ১৯৮১ সালে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা পাঠদানের অনুমতি ও প্রদান করে। ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পায়, শিক্ষা মন্ত্রণালয় কতৃক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি। প্রথমবারে মির্জাখীল কলেজ শাখা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় দক্ষিণ চট্টগ্রামে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর