নিজস্ব প্রতিনিধি:চট্টগ্রামের ফটিকছড়িতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হারুয়ালছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লোকমান। ১৯ এপ্রিল বিকালে তিনি তার বসতঘরের সামনে এ সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, হাবিবুর রহমান লোকমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার মানসে একটি অনলাইন পেইজে একটি চক্র আমার বিরুদ্ধে সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা তথ্য প্রচার করে। সেখানে আমি দলীয় প্রভাব বিস্তার করে এক নারীর জায়গা দখল করে আছি বলে প্রচার করে। অথচ, এটি আমার পৈত্রিক বসতভিটা। শত শত বছর ধরে আমরা ওই বসতভিটাতেই বসবাস করে আসছি৷ যিনি ভুয়া দলিলে জায়গা দাবী করছেন, তার বিরুদ্ধে আদালতে মামলা চলছে।
তিনি আরো বলেন, ‘আমার বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ তুলেও প্রচার করা হচ্ছে। যেটির কোন প্রমাণ নেই। আমি অনৈতিক সুবিধা দিতে রাজি না হওয়ায় সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এই প্রচার করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সাইফুদ্দীন, যুবদল নেতা তৌহিদুল আলম বাবলু,আনোয়ার, নুরুল আবছার, হোসাইন মুহাম্মদ রাশেদ, নুরুল ইসলাম, প্রমূখ।
Leave a Reply