ইমরান আহমদ : চট্টগ্রামস্থ বাঁশখালী জাতীয়তাবাদী ফোরামের নতুন দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ফোরামের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হক সিকদার মাসুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নেতা এম দিলদার এইচ রানা সভাপতি এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতা হাসান মোহাম্মদ জুনায়েদ রাসেল সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে ফোরামের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক সিকদার মাসুদ বলেন, জাতীয়তাবাদী ও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ধারণ করে কাজ করে বাঁশখালী জাতীয়তাবাদী ফোরাম। সময়োপযোগী কার্যক্রম পরিচালনা এবং জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান, আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
Leave a Reply