বান্দরবান জেলা প্রতিনিধি >>> পবিত্র মাহে রমজান উপলক্ষে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF)-এর উদ্যোগে বান্দরবানের হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার রোজাদার শিশুদের জন্য ইফতার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) বান্দরবান জেলা শাখার ডিওয়াইডিএফ সদস্যরা শিশুদের সাথে একত্রিত হয়ে এই ইফতার আয়োজন করেন।এসময় উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF) এর বান্দরবান জেলা শাখার সভাপতি ছমিরা আক্তার শিরিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সাবরিনা সুলতানা জেনী, মহিলা ও শিশু সম্পর্কিত সম্পাদক সিদ্রাতুল মুনতাহা, শাখা সম্পর্কিত সম্পাদক সাফাতুল ইসলাম এবং অন্যান্য সদস্যরা।সংগঠনের সদস্যরা জানান, এটি আমাদের দায়িত্ব ও মানবিক কর্তব্য, যাতে এই পবিত্র মাসে এতিমখানা শিশুদের মুখে হাসি ফোটাতে পারি। ইফতার আয়োজন শুধুমাত্র ধর্মীয় মূল্যবোধের প্রকাশ নয়, এটি সামাজিক দায়বদ্ধতার প্রমাণ।ডিওয়াইডিএফ ডিওয়াইডিএফ এর এই মানবিক উদ্যোগ প্রশংসনীয় এবং সমাজে একতা ও সহানুভূতির বার্তা পৌঁছে দেয়। সংগঠনের সদস্যরা আরও জানান, ভবিষ্যতেও তারা এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন এবং অবহেলিত সমাজের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।
Leave a Reply