আজ ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজনীতিতে নতুন সংক্রমণ ব্যাধি হল দুর্নীতি আর লুটপাট রাঙ্গুনিয়ার সাবেক সাংসদ নুরুল আলম


নুরুল আবছার চৌধুরী, নিজস্ব প্রতিবেদক >>> এল.ডি.পি’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং চট্টগ্রাম উত্তরজেলার সভাপতি সাবেক এমপি মো. নুরুল আলম তালুকদার বলেছেন, “রাজনীতিতে নতুন সংক্রমণ ব্যাধি হয়েছে। সেটা হল লুটপাট আর দুর্নীতি। লক্ষ্য রাখতে হবে সঠিক নির্বাচনের মাধ্যমে যেনো দক্ষ, সৎ, নীতিবান, নিষ্ঠাবান প্রার্থী নির্বাচিত হয়। এরকম ব্যক্তিদের যদি সংসদে পাঠাতে পারেন, সরকার গঠন করা যায়, তবে দেশের সমৃদ্ধির আশা আপনারা করতে পারেন। অন্যাথায় এই দল, সেই দল, যেই দলই বলেন না কেনো, দেশে সম্প্রীতি কিংবা সমৃদ্ধি আসবে না।”বুধবার (১৯ মার্চ) বিকালে বৃহত্তর ২০ দলীয় জোটসঙ্গী এলডিপি’র সকল জাতীয়তাবাদী ও ইসলামী শক্তিকে সাথে নিয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাঙ্গুনিয়া উপজেলা এল.ডি.পি ও অঙ্গসংগঠনের আয়োজনে রাঙ্গুনিয়ার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা এলডিপি’র সভাপতি এস.এম ফজলুল কাদের তালুকদার।সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ জেলা এল.ডি..পি’র সভাপতি এম এয়াকুব আলী, উত্তরজেলার সাধারণ সম্পাদক এস.এম. নিজাম উদ্দিন, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল। বক্তব্য দেন এলডিপি নেতা আহমদ কবির, জোনায়েদুল আলম চৌধুরী, মোহাম্মদ নাছের, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ সালাম, মোহাম্মদ জসিম, হাজী মোহাম্মদ হোসেন তালুকদার, মো. আবছার প্রমুখ।সাবেক সাংসদ নুরুল আলম আরও বলেন, “আজকে আন্দোলনের পালা শেষ। সামনে নির্বাচন। দেশের সমস্ত জাতী উন্মুখ হয়ে আছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। সমস্ত দল প্রচেষ্টা চালাচ্ছে। আশা করবো সামনের সেই প্রত্যাশিত নির্বাচনে সৎ, নিবেদিত, দেশপ্রেমিক এবং নিষ্টাবান ব্যক্তিকে আপনারা নির্বাচিত করে সংসদে পাঠাবেন।”তিনি আরও বলেন, “সঠিক প্রার্থী নির্বাচিত করা গেলে আগামীর রাঙ্গুনিয়ায় শান্তি, শৃঙ্খলা বজায় থাকবে। উন্নয়ন কর্মকান্ড সুষ্ঠুভাবে হবে। কোনরকম দ্বন্ধ সংঘাত থাকবে না।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর