শ.ম.গফুর >>> কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মো. হারুন (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৬ মার্চ) বিকেল ৫টার দিকে ক্যাম্পের ১৪-ই/ ৩ ব্লকে এ ঘটনা ঘটেছে।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, ওই ক্যাম্পে বসবাসরত মো. হারুন বিভিন্ন জনের কাছ থেকে বিদেশে লোক পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেন। এ ছাড়াও একাধিক অপহরণ কাণ্ডের সঙ্গে জড়িত ছিল সে। পরে ভুক্তভোগী লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে ধরে পিটিয়ে হত্যা করে বলে জানা গেছে। এপিবিএন পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
Leave a Reply