আজ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

লামায় প্রতিবন্ধি মহিলাকে ধর্ষণ, গ্রেফতার ১


চাটগাঁর সংবাদ ডেস্ক:

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে বৃদ্ধ মহিলাকে ধর্ষণের অভিযোগে সিদ্দিকুর রহমান (৫৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৬ মার্চ) সকাল ১১টায় আজিজনগর ইসলামপুরের সন্দীপ পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটলেও আজ সোমবার তা জানাজানি হয়। আসামি সিদ্দিকুর রহমান আজিজনগর ইসলামপুরের সন্দীপ পাড়ার মৃত লুৎফুর রহমানের ছেলে এবং আজিজনগর চাম্বি মফিজ বাজারের একটি হোটেলের নাস্তার কারিগর হিসেবে কাজ করে।

স্থানীয়রা জানায়, ভিকটিম বৃদ্ধ মহিলা মানসিক প্রতিবন্ধি। ভিকটিমের ছেলে এবং ছেলের বউ সরকারি চাকরিজীবী হওয়ায় তারা সকালে রান্নাবান্না করে মায়ের জন্য খাবার তৈরি করে দিয়ে বাসায় রেখে অফিসে চলে যায়।

পরে আসামি সিদ্দিকুর রহমান বাসায় কেউ না থাকার সুবাদে সকাল ১১টার দিকে এসে ভিকটিমকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে জানাজানি হলে এলাকাবাসী মিলে সিদ্দিকুর রহমানকে আটক করে।

আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোর্শেদ বলেন, তথ্য পাওয়ার সাথে সাথে সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রক্রিয়া চলমান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর