চাটগাঁর সংবাদ ডেস্ক:
মহেশখালীতে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ টি দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ সন্ত্রাসী রফিক বাহিনীর প্রধান রফিক ডাকাতকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, রবিবার (১৬ মার্চ) উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সামিরাঘোনা এলাকায় একটি দুর্ধর্ষ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের একটি চৌকস দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনার সময় ডাকাত দল কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গোলাবর্ষণ শুরু করলে ডাকাত দলকে আত্মসমর্পণের আহ্বান জানায় কোস্টগার্ড। কিন্তু ডাকাত দল আত্মসমর্পণ না করে গুলি ছোড়া অব্যাহত রাখলে কোস্ট গার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বলে জানানো হয় কোস্টগার্ডের পক্ষ থেকে।
এসময় উভয় পক্ষের গোলাগুলিতে দুর্ধর্ষ ডাকাত রফিকুল ইসলাম পায়ে গুলিবিদ্ধ হলে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ডের অভিযানিক দল ঘটনাস্থল থেকে আহত ডাকাতকে ২ টি আগ্নেয়াস্ত্র, ৩ টি দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ আটক করে।
Leave a Reply